পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।বৃহস্পতিবার আনুমানিক ১২ টা ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার আমতলী থানাধীন ফায়ার সার্ভিস এলাকায় বরগুনা জেলার আমতলীর নারী-শিশু মামলা নং-৪১০/১৯, নারী শিশু ট্রাইবুনাল, পটুয়াখালী এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সহকারী পুলিশ সুপার জনাব সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে আনুমানিক ০২৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আফজাল মৃধা(৪৫), পিতা-বাদশা মৃধা, সাং-কুলাইয়ের চর, থানা-আমতলী, জেলা-বরগুনাকে বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে বরগুনা জেলার আমতলী থানার নারী-শিশু মামলা নং-৪১০/১৯, নারী শিশু ট্রাইবুনাল, পটুয়াখালী এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানার নারী-শিশু মামলা নং-৪১০/১৯, নারী শিশু ট্রাইবুনাল, পটুয়াখালী তারিখ ০৫ নভেম্বর ২০২০ তারিখে মূলে হস্তান্তর করা হয়।
Leave a Reply