লংগদু প্রতিনিধি আরাফাত হোসেন বেলালঃ-
মহামারি কোভিট১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে লংগদুতে। করোনা সংক্রমণ এড়াতে কঠোর নজরদারিতে প্রশাসন।
মঙ্গল বার (১৩ জুলাই) লংগদু উপজেলার লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেষ্টের মাধ্যমে উপজেলাতে আরো পাঁচ জনের করোনা সনাক্ত হয়।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অরবিন্দ চাকমা জানান, আজ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেষ্টের মাধ্যমে আটজনের পরীক্ষা করে পাঁচ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্ররান্তরা হলো ভাইবোনছড়া একজন,করল্যাছড়ি একজন এবং উপজেলা সদরে তিন জন। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে লংগদুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টের মাধ্যমে এখন পর্যন্ত এনিয়ে মোট ১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়াগেছে।
অপর দিকে মহামারি করোনার প্রাদুর্ভাব কমাতে উপজেলা প্রশাসন, লংগদু থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী, রেডক্রিসেন্ট,স্কাউট এর সদস্যরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিনিয়ত মাইকিং ও মাক্স বিতরণের কাজ করে যাচ্ছে।
Leave a Reply