লংগদুতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে আগুন
লংগদু প্রতিনিধি আরাফাত হোসেন বেলালঃ-
রাঙামাটির লংগদুতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই ভবনের নিরাপত্তারক্ষীর কক্ষটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী পুষ্প কুমার চাকমা বলেন, সকাল সাড়ে দশটায় আমরা কয়েকজন সহকর্মী অফিসের দ্বিতীয় তলায় কাজ করছিলাম। হঠাত ধোঁয়া দেখতে পেয়ে নীচে নেমে আসি। এ সময় দেখি আমাদের নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে সবাই মিলে আগুণ নেভানোর চেষ্টা করি। আগুনে কক্ষটির বিছানাপত্রসহ সব কিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যালয়টি পরিদর্শন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন, লংগদু থানার ওসি আরিফুল আমিন, লংগদু সেনা জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন বলেন, সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আগুন ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লংগদু উপজেলার সবগুলো বাজার কমিটিকে বলা হয়েছে প্রত্যেক দোকানে ফায়ার এস্টিংগুইসার এর ব্যবস্থা করার জন্য। আমাদের উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন আগামী জুন মাসের মধ্যেই চালু করা যাবে বলে আমরা আশা করছি। এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।