লংগদু প্রতিনিধি আরাফাত হোসেন বেলালঃ-
কাপ্তাই লেকে বর্তমানে ভরপুর পানি। প্রায় প্রতিবছর এসময় অভিভাবকদের সচেতনতার অভাবে দু এক জন করে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২.৪০ আনুমানিক সময় আমেনা(০৪) পিতা আব্দুর রহিম হাওলাদার ১নং বামে আটারকছড়া ৩নং ওয়ার্ড বাড়ির ঘাটে পানিতে ডুবে মৃত্যু বরণ করে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায়, দুপুরে বাবার সাথে গোসল করবে বলে বাবা মেয়ে দুজন ঘর থেকে বের হয়। পরে বাবার কল আসলে ফোন রিসিভ করতে বাবা ঘরে গেলে বাবা এবং পরিবারের অজান্তে মেয়েটি নদীতে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটিকে খুঁজা খুঁজির একপর্যায় ঘাটের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় তার পরিবার। সেখান থেকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সচেতন নাগরিকদের মতে, যেহেতু এখন ভরা পানির সৃজন তাই প্রত্যেকটি পরিবারকে সচেতন হতে হবে এবং ছোট ছোট শিশুদের প্রতি নজর রাখতে হবে।যাতে করে এমন করে অন্য কোন মায়ের কোল খালি না হয়।
Leave a Reply