মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত ১৪ দিনের লকডাউনের ৬ষ্ঠ দিনে লকডাউনের বিধিনিষেধ অমান্য করলেই হচ্ছে মামলা ও জরিমানা ।
কোভিড-১৯ মোকাবেলায় সরকার ঘোষিত বিধি-নিষেধ পালন নিশ্চিতকরণে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরীন চৌধুরীর সহযোগিতায় অত্র উপজেলায় নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শহিদুল ইসলাম রায়পুর উপজেলার বিভিন্ন বাজারে এবং পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ।সহযোগিতায় ছিলেন রায়পুর থানা পুলিশ।
এ সময় লকডাউনের শর্ত ভঙ্গ করায় ১২টি পৃথক পৃথক মামলায় মোট ৭,৯০০/-টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি "৩৩৩" থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই পূর্বক । মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে আবেদনকৃত পরিবারের মাঝে । লকডাউনে রাস্তায় বের না হওয়ার নির্দেশনায় নিরাপদে ঘরে থাকার আহ্বান জানান ।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।