জিহাদ হোসেন রাহাত,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানো শীর্ষক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ রায়পুর পৌর শাখা। এ কর্মসূচির আওতায় পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” তুলে দিচ্ছেন রায়পুর পৌর ছাত্রলীগের নেতারা। একই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সহশিক্ষা ক্রমিক কার্যক্রমে এগিয়ে রাখতে ক্রীড়া সামগ্রীও বিতরণ শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সংগঠন। রবিবার (৪জুন) রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুকে জানো শীর্ষক এই কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ জুটন। রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা ফারুকী।
তাছাড়া রায়পুর পৌর ছাত্রলীগের পক্ষে উপস্থিত ছিলেন, রায়পুর পৌর ছাত্রলীগের আহবায়ক, মাহবুবুর রহমান রিজভী, যুগ্ম-আহবায়ক তানভীর আহমেদ ও ফরহাদ নাওয়াল।
এ প্রসঙ্গে জানতে চাইলে রায়পুর পৌর ছাত্রলীগের আহবায়ক মাহবুবুর রহমান রিজভী বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন এবং তার আর্দশ তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।
একই প্রসঙ্গে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ জানান, পর্যায়ক্রমে রায়পুর পৌরসভার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আয়োজিত অনুষ্ঠানে ছাত্রসংগঠন ছাত্রলীগের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply