জিহাদ হোসেন রাহাত
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে স্থানীয়ভাবে সক্রিয় হয়ে উঠেছে বেশ কয়েকটি গরু চোর চক্র। গত ১'লা মে (সোমবার, প্রকাশ মঙ্গলবার) রাত ২টা নাগাদ রায়পুরের বামনী ইউনিয়নে এমন চুরির ঘটনার স্বাক্ষী হয় স্থানীয়রা।
ঐ রাতে মোট ৪টি গরু চুরি করে নেয় সঙ্ঘবদ্ধ চোর চক্র।এর মধ্যে দুটি গরু বামনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মনজুল কবির (বিএসসি'র) বলে জানা গেছে।বর্তমান বাজারে ঐ দুটি গরুর মূল্য প্রায় ৩লক্ষ টাকা। বাকি দুটি গরু আবদুর রহমান নামের এক ব্যাক্তির। ধারণা করা হচ্ছে চুরি হওয়া চারটি গরুর সর্বনিম্ন বাজারদর প্রায় ৫ লক্ষ টাকা।
চুরির বিষয়ে জানতে চাইলে মনজুল কবির বলেন, আমার দুটি গরু চুরি হয়েছে। যার বাজার মূল্য তিন লক্ষ টাকা। থানায় ও স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি। অপরাধীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, বামনী ইউনিয়নে একটি সঙ্ঘবদ্ধ চোরচক্র নিয়মিত চুরির ঘটনা ঘটাচ্ছে। চোরদের অধিকাংশই মাদক কারবার ও সেবনের সাথে জড়িত। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছেন সেটি নিশ্চিত করে বলতে পারছেন না তারা।
বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ আলী মিয়া বেপারী বাড়িতে সরেজমিনে গিয়ে জানা যায়, গরু চুরির পর মঙ্গলবার স্থানীয় ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসনকে জানান ভুক্তভোগীরা। পরে রায়পুর থানা পুলিশের দারস্থ হলে নজরদারির পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।
এ ঘটনায় আরেক ভুক্তভোগী আবদুর রহমান বলেন, আমার দুটি গরু চুরি হয়েছে। আমি দোষীদের সনাক্ত পূর্বক বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।