জিহাদ হোসেন রাহাত
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজির মামলায় কিশোর কুমার নামে একজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কিশোর কুমার। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২৬শে আগস্ট লক্ষ্মীপুর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদিন বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে কিশোর কুমারকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে মামলা হিসেবে রুজু করার নির্দেশ দেয়। ২৭শে আগস্ট সদর থানা মামলাটি রুজু করে। বাদীর পক্ষে শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল হুদা পাটওয়ারী, এডভোকেট হাসিবুর রহমান, মহসিন কবির মুরাদ, জহিরুল ইসলাম, মঞ্জুর আহমেদ, রাজু পাটওয়ারী, মোরশেদ আলম শিপন ও মাহাবুবুর রহমান মিশন। অপরদিকে, বিবাদীর পক্ষে শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোসাদ্দেক হোসেন সবুজ ও এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না প্রমুখ।
বাদীর আইনজীবী মহসিন কবির মুরাদ জানান, চাঁদাবাজির মামলায় কিশোর কুমারের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এদিকে, মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিশোর কুমার দত্তের নেতৃত্বে সাংবাদিক পরিচয় দিয়ে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। এর আগে প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ ভাগে ১৫ হাজার টাকা চাঁদাও নেয়। ১৩ই আগস্ট বিকালে কিশোর কুমার দত্তের নেতৃত্বে ৫ জনের একদল চাঁদাবাজ দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদার জন্য প্রতিষ্ঠানে যায়। এ সময় দাবিকৃত চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। একপর্যায়ে হত্যা করে লাশ গুমের হুমকি দেয় তারা। সাংবাদিকদের নাম বিক্রি করে জেলা শহরে ও বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে সদর থানায় জিডি ও বিভিন্ন অফিসে একাধিক অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা। কিশোর কুমার দত্ত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দিলীপ কুমার দত্তের ছেলে।
Leave a Reply