1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা মামলার আরো দুই আসামীসহ ১৭ জন গ্রেফতার, ৪টি অস্ত্র উদ্ধার - dainikbijoyerbani.com
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
ad

লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা মামলার আরো দুই আসামীসহ ১৭ জন গ্রেফতার, ৪টি অস্ত্র উদ্ধার

 জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুরঃ
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২০৯ Time View

লক্ষ্মীপুরে আলোচিত নোমান-রাকিব হত্যা মামলার আরো দুই আসামী মো. রাকিব হাসান ওরফে স্যুটার রাকিব (৩০) ও মো. লিটন ওরফে চাঁন মিয়াকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ । তাদের দেওয়া তথ্যমতে পোদ্দার বাজার টু নাগের হাট রাস্তার পাশে অবস্থিত ব্রিজের নিচে কচুরি-পানা’র নিচ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ । এ মামলার এখন পর্যন্ত মোট ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৪টি আগ্নেয়াস্ত্র।

স্বেচ্ছায় হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার ৩ নম্বর আসামি ফয়সাল দেওয়ান ও ১৮ নম্বর আসামি আলমগীর হোসেন ওরফে টাকলু আলমগীর। বৃহস্পতিবার রাত ৮টা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।এসপি বলেন, সম্প্রতি এ মামলার ৩ ও ১৮ নম্বর আসামি আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন, এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত ছিলো। সবার হাতে শরীফ নামে এক ব্যক্তি অস্ত্র গুলো দিয়েছে। এবং ৪/৫ ভাগে অবস্থান নেওয়ার জন্য দিকনির্দেশনা দেয়।

তার পরিকল্পনা অনুযায়ী নোমান-রাকিবকে গুলি করে হত্যা করা হয়।পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ আরও জানান , নোমান-রাকিব হত্যা মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদীকে গ্রেফতার করতে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সকলে সমন্বিতভাবে কাজ করার কারণে ১৭ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি । ১৭ জনের মধ্যে ১০ জন এজাহার নামীয় আসামী ও ৭ জন সন্দিগ্ধ। উল্লেখ্য: ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়।

এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষনা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও।২৬ এপ্রিল রাত ১ টার দিকে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি