লামায় ১০ রোহিঙ্গা আটক
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে কাজের সন্ধানে আসা, সন্দেহজনক ঘোরাঘুরি ও অবৈধভাবে অনুপ্রবেশ করায় মিয়ানমারের ১০ রোহিঙ্গা শ্রমিককে আটক করেছে পুলিশ।
গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন ও এএসআই রিন্টু দাশ সঙ্গীয় পুলিশ সদস্যদের একটি দল তাদের গজালিয়া ইউনিয়নের ডিসি সড়ক এলাকা থেকে আটক করে।
পুলিশ জানায়,আটককৃত রোহিঙ্গা শ্রমিকদের কাজ দিবে বলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের নিয়ে আসে একই জেলার চকরিয়া থানার হরবাং এর কমর মুহুরি পাড়ার দালাল আমির হোসেন। তাকেও ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজারের বালুখালী ক্যাম্পে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বান্দরবানের পাশ্ববর্তী কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে দালালদের মাধ্যমে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা বান্দরবানের ৭টি উপজেলায় কাজের সন্ধানে আসে ।