মোঃ শাহিন, লালমোহন ভোলা
ভোলার লালমোহনে ইউনিয়ন পরিষদ থেকে ১৬০ কেজি চাল পাওয়ার পরও কোন সহায়তা পাননি বলে ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চেয়ে ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ করেছেন ফারুক নামের এক ব্যাক্তি। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড ফাতেমাবাদ এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফারুক মহামারি করোনাতে অভাব অনটন ও খাদ্য সংকটে ছিল। এজন্য ফারুক শুক্রবার ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চেয়ে মোবাইল করে এবং পরে ৩৩৩ থেকে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের কাছে ম্যাসেজ পাঠালে তিনি ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে ওই ব্যক্তিকে সহায়তার জন্য বলেন।
চেয়ারম্যান তার এলাকার ছালাউদ্দিন দালাল ও হায়দার মেম্বারসহ ফারুককে ইউনিয়ন পরিষদে আসতে বলেন। ফারুক ইউনিয়ন পরিষদে গেলে তার কাছে না চেয়ে কেন ৩৩৩ নম্বরে খাদ্য সহায়তা চেয়ে মোবাইল করেছে জানতে চায় এবং বলে যে "আমার কাছে চাইলে আমি কখনো কি তোমাদের খালি ফিরিয়েছি, তাহলে কেন এসব কর" এবং তাকে সহায়তা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, ফারুককে ৪০,৮০ ও ৪০ কেজি এভাবে তিনবার চাল দেওয়া হয়েছে। এছাড়াও তাকে আরও সহায়তা করা হয়। তারপরও সে ষড়যন্ত্র কারীদের প্ররোচনায় মিথ্যার আশ্রয় নিয়ে ৩৩৩ নম্বরে কল করেছে কোনো সাহায্য পায়নি বলে।