চট্টগ্রাম প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর হরিনা, গুনু চকিদার পাড়াস্থ গুনু চকিদার বাড়ীর বহুবছরের পুরোনো হাটাচলার রাস্তায় মাটি ভরাট,ও ব্রিক সলিনের কাজে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা বাধা দিচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে গুনু চকিদারের কনিষ্ট পুত্র আহমদ কবির স্থানীয় চেয়ারম্যান, থানা প্রশাসন,ও সাতকানিয়া সার্কেল বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগ সুত্রে প্রকাশ, স্থানীয় মোঃ রফিক, ফারুক, জাহেদ,হোছেনগীর,রুবেল, রেনু আরা,মেহেরু গং আহমদ কবিরের পৈত্রিক মৌরশী সম্পত্তিতে বহুবছরের ভোগদখলীয় হাঁটাচলার রাস্তাটি জোর পুর্বক দখলের চেষ্টা সহ রাস্তা হইতে উচ্ছেদ করার পাঁয়তারা চালায়। তারা বিগত কিছুদিন পুর্বে রাস্তাটি বন্ধ করে দেয়ার চেষ্টা করে,এতে কবিরের পরিবারের সদস্যরা বাধা দিলে অকথ্য ভাষায় গালাগালি সহ মারধরের চেষ্টা চালায়,এতে প্রচন্ড চিল্লা পাল্লা, হট্টগোল হলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিয়ে চলে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রাস্তাটি ব্রিক সলিন করার জন্য বরাদ্দ দেয় এবং চলতি মাসের ২১ সেপ্টেম্বর রাস্তাটিতে ব্রিক সলিনের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। বিষয়টি দুর্বৃত্তরা জানতে পেরে পুনরায় বাধা প্রদান সহ বিপুল অংকের টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা দিতে না পারলে রাস্তায় কোন প্রকার কাজ করা যাবে না বলে সাফ জানিয়ে দেয়। এব্যাপারে ভুক্তভোগী আঃ কবির বলেন, আমাদের রাস্তাটি কাচামাটির বলে বর্ষাকালে সীমাহীন কাঁদার কারনে হাঁটাচলা দুর্বিষহ হয়ে পড়ে বিধায়,রাস্তাটি ব্রিক সলিন দিয়ে উন্নয়নের চেষ্টা করি কিন্তু স্থানীয় গ্যাং লিডার জাহেদের নেতৃত্বে দুর্বৃত্তরা আমাদের বহুবছরের রাস্তাটি সংস্কার কাজে বাধা প্রদান করে আসছে,আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যার ফলে থানা প্রশাসন ও এডিঃ এসপি সাতকানিয়া সার্কেল বরাবর অভিযোগ প্রদান করি যাতে আমাদের ভোগদখলীয় রাস্তাটি ব্রিক সলিন সহকারে উন্নয়ন কাজ করতে পারি। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী। এবিষয়ে আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন,গুনু চকিদার বাড়ীর রাস্তাটি নিয়ে দুই পক্ষ মালিকানা দাবী করে,রাস্তায় কাজ করতে দেবে না বলে জাহেদ জানিয়েছে। বিষয়টি নিয়ে বসে ঠিক করে দেব বলে বলেছি,যে পক্ষের কাগজ পত্র থাকবে না তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।