লোহাগড়ায় পল্লী বিদ্যুতের লক্ষ লক্ষ টাকার অবৈধ তার উদ্ধার, আটক-৪
সুজল খাঁন,স্টাফ রিপোর্টারঃ নড়াইলের লোহাগড়ায় পল্লী বিদ্যুতের লক্ষ লক্ষ টাকার অবৈধ তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সরোজমিন থেকে ৪ জনকে আটক করে বুধবার (১৭ ফেব্রুয়ারি ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
এজাহার সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া থানার এসআই বাচ্চু শেখের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার গন্ধবাড়িয়া এলাকার সোহাগের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান পল্লী বিদ্যুতের অবৈধ কাটা তার এবং ভালো তার পাওয়া যায়। যাহার অ্যালুমিনিয়াম তারের ওজন ১৪৩৫ কেজি এবং স্টিল তারের ওজন ৩৮৩ সহ ৩টি চাপাতি, ১টি শাবল ও ১টি বোল্ড কাটার উদ্ধার করে। উদ্ধারকৃত তারের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা। এ সময় তার কাটার কাজে জড়িত থাকা আসামি মো: ইব্রাহিম মোল্লা(২০),পিতা মৃত মো: আমির হোসেন, মো: জিল্লুর রহমান(৩০), পিতা মৃত মো:আমির হোসেন, উভয় গ্রাম ইসাখালী, গোপালগঞ্জ সদর, জেলা গোপালগঞ্জ ।
এনামুল শেখ (৪৮),পিতা মৃত মহিউদ্দিন, গ্রাম উলা মো: লিমন মোল্লা (২২),পিতা কুদ্দুস মোল্লা, গ্রাম কুমড়ী উভয় উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল। তাদেরকে অবৈধ কাজের সাথে লিপ্ত থাকায় সরোজমিন থেকে হাতেনাতে আটক করে লোহাগড়া থানা পুলিশ । এ ঘটনায় লোহাগড়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম (ও এন্ড কম) মো: রুবেল হোসেন বাদী হয়ে ৬ জনসহ আরো অজ্ঞাত নামা একটি চক্রকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছে।