মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনি
: যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার শালতা গ্রামের কাতলা কুড়োর বিল থেকে এ চালানটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ মাদকের একটি চালান পাচার হচ্ছে, এমন গোপন খবরে, পুলিশ শার্শা থানার শালতা এলাকায় অভিযান চালায়। এসময় কাতলা কুড়োর বিল এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীকে ভারত হতে আসতে দেখে পুলিশ তাদেরকে দাঁড়াতে বলে। কিন্তু তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে, না দাঁড়িয়ে তাদের কাছে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে, বস্তার ভিতর থেকে ৭৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৪৬,৮০,০০০/- টাকা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।