সিলেট ব্যুরোঃ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রতিরোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন।
লকডাউন অমান্য করায় জরিমানা গুনতে হয়েছে ব্যবসায়ী ও জনসাধারণকে।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন উপজেলার পুরানবাজার, দাউদনগর বাজার, আলীগঞ্জ বাজার, নতুনব্রীজ, অলিপুর, পুরাই কলাবাজার, সুতাং বাজার, বাছিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আইন অমান্য করার অপরাধে বেঙ্গল ফুডকে ৭শ টাকা, কাশফুলকে ৫শ টাকা, অনিক হোটেলকে ৫শ টাকা, আজগর হোটেলকে ২শ টাকা,টুটুল টেলিকম কে ৪শ টাকা ও মাস্ক না পরার অপরাধে রাজন মিয়াকে ১শ টাকা, শান্ত দেবকে ১শ টাকা, কাউছার মিয়াকে ১শ টাকা, এমরান মিয়াকে ১শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফিয়া আমিন।
এদিকে, ঢাকা সিলেট মহাসড়কে পয়েন্টে পয়েন্টে রয়েছে পুলিশের চেকপোস্ট।
মহাসড়ক ও অনেকটাই ফাকা বলা চলে। কেবলমাত্র কিছু ট্রাক ও কভার ভ্যান মহাসড়কে পণ্য নিয়ে চলতে দেখা গেছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, আমরা খুবই তৎপর আছি এবং কঠোরভাবে লকডাউনকে সফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের পক্ষ থেকে টহল এবং মনিটরিং টিম যথাযথভাবেই মাঠে কাজ করে যাচ্ছে।