সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :- ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরের কৃতি সন্তান রতিশ চন্দ্র সেন মুন্না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন।তিনি জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় এর ৯০ ব্যাচের কৃতি ছাত্র ও জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উপদেষ্টা ।
শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পাওয়ায় রতিশ চন্দ্র সেন মুন্না র সাথে,জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির পক্ষ থেকে জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি রাশেদ চৌধুরী ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন ।এসময় আরও উপস্থিত ছিলেন স্বপ্ননীড় ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ ইমতিয়াজ আসিফ সহ জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে রাশেদ চৌধুরী জনান,ছাগলনাইয়ার শুভপুর এর কৃতি সন্তান রতিশ চন্দ্র সেন বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দায়িত্ব পাওয়া এটি আমাদের জন্য একটি গর্বের বিষয় ।তিনি তার দায়িত্বে থেকে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সরকারের অগ্রনী ভূমিকা পালন করবে ।সেই সাথে এলাকায় শিক্ষার অবকাঠামো ও আত্মসামাজিক উন্নয়নে ও তিনি বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন ।