জিহাদ হোসেন রাহাত
লক্ষ্মীপুর প্রতিনিধি :
শিক্ষা জাতির মেরুদণ্ড এই নীতি বাক্যের সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত। সুশিক্ষায় স্বপ্ন বুননের ঠিকানা জাতি গড়ার কারিগর শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে ব্যাপারটা সমীচীন নয়। দীর্ঘ দেড় বছর যাবত বন্ধ থাকার পর আগামী ১২ই সেপ্টেম্বর উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠদান শুরু করতে যাচ্ছে সরকার।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার সংবাদে উচ্ছাস প্রকাশ করেছে ছাত্র-ছাত্রী,অভিভাবক ও জাতি গড়ার কারিগর শিক্ষকগন। তবে প্রতিষ্ঠান খোলার সংবাদ একটু বাড়তি চিন্তায় ফেলে দিয়েছে শিক্ষার্থীদেরকে। পুরনো পোশাক পরে তাদের শিক্ষাঙ্গনে যাওয়া সম্ভব নয়। কারন দেড় বছর আগের পোশাক এখন আর পরিধান করা সম্ভব হচ্ছে না। তাই চাই নতুন পোশাক।
দেশের বিভিন্ন স্থানের মতো লক্ষ্মীপুর রায়পুরেও তৈরি হয়েছে এমন পরিস্থিতি।
একজন টেইলারিং দোকান কর্তা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সংবাদ আমাদের জন্যও নিয়ে এসেছে খুশির প্রবাহ। তাছাড়া বাড়তি আয় করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য যে গত ৮ই মার্চ ২০২০ ইং দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। তার পরিপেক্ষিতে গত ১৭ই মার্চ ২০২০ ইং থেকে দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১২ই সেপ্টেম্বর উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠদান শুরু করতে যাচ্ছে সরকার।
Leave a Reply