বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাইকারি ও ভোক্তা পর্যায়ে আলুর মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাস্থান বাজার এলাকায় বেশ কিছু দোকানে অভিযান পরিচালনা করেন।গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে আলু ৩৫-৩৬ টাকা ও পাইকারী বাজারে ২৬-২৭ দরে আলু ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেন। কিছু অসাধু ব্যবসায়ী আলু মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করার চেষ্টা করছে।
আলুর বাজার সহনীয় পর্যায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার নির্ধারিত মূল্যের আলু ক্রয়-বিক্রয় হচ্ছে কি না তা দেখার জন্য বাজার মনিটরিং করা হয়েছে। ব্যবসায়ীদের শর্তকরা হয়েছে। যদি সরকারি নির্ধারত মূল্যে আলু বিক্রি না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply