শিবগঞ্জের শিমুল হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি।
বগুড়া জেলা প্রতিনিধিঃ
মোঃ জহুরুল ইসলাম সৈকত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে চাঞ্চল্যকর শিমুল হত্যার প্রতিবাদে বিশাল এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধন থেকে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বিহার বিহার বাজারে নিহতের পরিবার ও এলাকার হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে বিক্ষোভ একটি মিছিল বিহার বাজার প্রদক্ষিণ করেন। এরপর তারা শিমুল হত্যা মামলার প্রধান আসামী বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুলের কুশপুত্তলিকা আগুনে ভূস্মিভূত করেন। মানববন্ধনে নিহতের স্ত্রী পারভীন আক্তার, বিহার ইউপি সদস্য রায়হান ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য শিমুল হত্যা মামলা সূত্রে জানা যায়,
বগুড়া আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বিহার মোন্নাপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র শিমুল মিয়া (২৭) কে পথমধ্যে অপহরণের পর হত্যা করে লাশটি গোবিন্দগঞ্জে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সোমবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া বাজার থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন।
এ ঘটনায় সোমবার রাতেই শিবগঞ্জ উপজেলার বিহার ইউপি সদস্য নিহতের ভাই রায়হান মিয়া বাদী হয়ে বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।