ওসামান গনী,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় ২০২২-২৩ইং অর্থ বছরের ২য় পর্যায়ে প্রায় ৪০কিমি গ্রামীণ সরু রাস্তা প্রশস্তকরণ, টেকসই ও সুন্দর্যবর্ধনের জন্য রাস্তার দুপাশে ঘাস, বৃক্ষ রোপণ কাজ চলমান রয়েছে। চলমান এ কাজ শেষ হলে উপজেলায় ১২টি ইউনিয়নে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহন আরও সহজ হবে। এই প্রকল্পের চলমান কাজ গতকাল মঙ্গলবার দুপুরে মোকামতলার বাবলাতলা পাঁকা রাস্তা থেকে কাশিপুর (মধ্যপাড়া) পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, এ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ৪০কিমি গ্রামীণ রাস্তা টেকসই ও সুন্দর্যবর্ধনের জন্য ১কোটি টাকা ও ২০০টন চাল-গম ব্যায় হবে। এ সকল অর্থ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ব্যায় করা হবে। এর ফলে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহণের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে।
Leave a Reply