বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পারভীন খাতুন (২৫) পরকিয়া প্রেমের টানে শিশু সন্তান’কে ফেলে এক সন্তান এর জনক প্রেমিক আরিফুল ইসলাম এর সাথে নিয়ে পালিয়ে যায় ৷ রাশেদুল ইসলাম স্ত্রী পারভীন খাতুন (২৫) ও একই গ্রামের তার স্ত্রীর প্রেমিক আরিফুল ইসলাম (২০) কে অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলাধীন ময়দানহাট্টা ইউনিয়নে পঁওতা (নয়াপাড়া) গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে মোঃ রাশেদুল ইসলাম (আসিদুল) গত ৮ বছর পূর্বে কিচক ইউনিয়নের খড়পা জাঙ্গালপাড়া গ্রামের মোঃ রহিম এর মেয়ে পারভীন খাতুনকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করে।
এর পর তারা স্বামী স্ত্রী সুখে শান্তিতে ঘর সংসার করে আসছে। ঘর সংসার করা কালীন স্ত্রী পারাভীনের গর্ভে একটি ফুটফুটে মেয়ে সন্তান জন্ম নেয়। বর্তমানে ওই কন্যা সন্তান আয়শা মুনি বয়স ৩ বছর।
এর মধ্যেই তার স্ত্রী পারভীন সকলের অজান্তে একই গ্রামের আরিফুল ইসলামের সঙ্গে পরকিয়া প্রেম গড়ে তুলে ৷ এর এক পর্যায় গত ২৯ নভেম্বর রাত অনুমান ১০টার সময় স্বামী রাশেদুল ইসলাম খাওয়া দাওয়া শেষে স্ত্রী পারভীন ও সন্তান আয়শা মুনিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে তার কন্যা সন্তান আয়শা মুনির কান্না শুনতে পেয়ে ঘুম থেকে জেগে স্ত্রী পারভীনকে দেখতে না পেয়ে ডাকা ডাকি শুরু করে। ডাকা ডাকিতে তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় এক পর্যায় দেখতে পায় শো কেসের ড্রয়ারে থাকা নগদ ৫০,০০০ হাজার টাকা সোনার স্বর্ণলংকার নিয়ে উধাও হয়েছে। পরবর্তীতে সন্ধান করে জানতে পারে যে তার পরকিয়া প্রেমিক একই গ্রামের মোঃ হজবা শেখ এর ছেলে মোঃ আরিফুল ইসলাম এর সঙ্গে পালিয়ে যায় ৷
এ বিষয়ে পারভীন খাতুন এর স্বামী রাশেদুল ইসলাম ( আসিদুল ) কান্না জড়িত কন্ঠে বলেন, আমার এই তিন বছরের দুগ্ধপোষ্য শিশুকে ফেলে পাষান্ড মা প্রেমিকের সঙ্গে কি ভাবে পালিয়ে গেলো। আমার সব কিছু নিয়ে সর্বশান্ত করে চলে গেছে। আমি এখন এই তিন বছরের শিশুকে বাঁচাবো কি ভাবে। দুগ্ধপান করার জন্য মেয়েটি কান্না কাটি ও বাব বাব মা, মা বলে ডাকছে। তিনি আরও বলেন, আমি নিরুপায় হয়ে সোমবার ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি, আমার মেয়ে যেন তার মাকে ফিরে পায়।পাশাপাশি টাকা, স্বর্ণলংকার উদ্ধারসহ আইনগত সু ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply