শিবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে পাট ও ধানের বীজ বিতরন
মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৩০শে মার্চ২৩ইং)বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে চলতি মৌসুমে পাট ও উফশী আউশ ধানের বীজ ও সার প্রান্তিক ও মাঝারী কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলছুম সম্পা, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, কৃষিবিদ রুহিদ হাসান, পলাশ কুমার, তহসিন আলী, রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২১ শত চলতি মৌসুমে পাট ও উফশী আউশ ধানের বীজ ও সার প্রান্তিক কৃষকদের মাঝে বিতরন করা হয়।
Leave a Reply