মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ-
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এর আওতায় জিওবি বিশ্ব ব্যাংক এআইবি এর অর্থায়নে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প গ্রহণ করা হয়। এর আওতায় শিবগঞ্জ পৌরসভায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প আওতায় নির্মাণ কাজ চলমান রয়েছে।
একই প্রকল্পের আওতায় পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে গাংনই নদীর উত্তর পাশের নাগরবন্দর, আমতলী সড়কের, শিবগঞ্জ চৌধুরী বাড়ী মসজিদ পর্যন্ত ও শিবগঞ্জ সোনালী ব্যাংক ভায়া উপজেলা পরিষদ সড়ক থেকে নির্বাচন অফিস কার্যালয়ের পর্যন্ত পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকারি বিভাগ এর আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থা কর্তৃক ২০১৯-২০ অর্থ বছরের বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, পৌরসভার সুপেয় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ কাজ চলমান রয়েছে। বুধবার (১ই সেপ্টেম্বর) প্রকল্প সমূহের উন্নয়ন মূলক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন, স্থানীয় সরকার বিভাগ পরিচালক-২ উপ-সচিব জসিম উদ্দিন, উপসচিব মাহাবুবুর রহমান ভুইয়া, সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, রায়নগর ইউপি চেয়ারম্যান শফি,জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, শিবগঞ্জ পৌরসভা সহকারি প্রকৌশলী রাশেদ হাশেম প্রমুখ।
Leave a Reply