মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩৭-শিবগঞ্জ ২ বগুড়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিউটি পার্কের চেয়ারম্যান মোছাঃ বিউটি বেগম।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তার ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ সেলিম উদ্দিন (অনন্ত সেলিম), মাসুম মাহমুদ, শাহনেওয়াজ বিপুল, আল মামুন, সাজু প্রমুখ।
এর আগে তিনি উপজেলার গুজিয়া হতে পৌর এলাকার বাজার সহ বিভিন্ন বন্দর ২শত হোন্ডার বহর নিয়ে উপজেলা নির্বাহী অফিসারেন কার্যালয়ে আসেন। এ সময় তিনি বলেন জনগণের ভোটের রায় নিয়ে ঘরে ফিরতে চাই এবং সাধারণ মানুষের পাশে থাকতে চাই।মানুষ যাতে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে দিকটা লক্ষ্য রেখে নির্বাচন করব ইনশাআল্লাহ। বন্দরের স্থানীয় দোকনদার সহ সাধারণ জনগণের সকলের নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply