স্টাফ রিপোর্টারঃ
মামলার এজাহার সুত্রে জানা যায় বগুড়া শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূর স্বামীকে এক মাসের মধ্যে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী বগুড়া শিবগঞ্জ উপজেলা বিহার পশ্চিম পাড়া গ্রামের রাশেদুল ইসলাম এর স্ত্রী গত শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে সেলাই মেশিন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন, পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ৭/৮/৯ সংরক্ষিত ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ছিলেন রুলি বেগম।
রুলি বেগম জানান, আমার স্বামী রাশেদুলকে বিদেশ পাঠানোর কথা হলে, বগুড়া শিবগঞ্জ উপজেলা আমতলীর দৌলতজামানের ছেলে শিমুলের সাথে পরিচয় হয়।
একপর্যায়ে শিমুল রাশেদুলকে বিদেশে পাঠানোর কথা বলে , রাশেদুলের স্ত্রী রুলি বেগমের কাছ থেকে টাকা চায়।
এসময় রুলি বেগম টাকা দিতে না পারলে, শিমুল রুলি বেগমকে শিবগঞ্জ উপজেলার ভিতরে দেখা করতে বলে।
শিমুলের কথামত ২৪/০৯/২০২৩ তারিখ সকাল অনুমান ০৮.৩০ মিনিটে রুলি বেগম শিবগঞ্জ উপজেলা ভিতরে আসলে শিমুল জানায় এখন আমতলী বাজার জেতে,
রুলি বেগম শিবগঞ্জ উপজেলা থেকে আমতলী বাজার গিয়ে ০৯.৩০ মিনিটে দেখা করে, তখন শিমুল রুলি বেগমকে বলে তোমার স্বামী রাশেদুলের পাসপোর্ট রেনু করতে হবে, সেই কথা বলে শিমুল রুলি বেগমকে মহাস্থান গড়ের উপরে নিয়ে যায়।
সেখানে শিমুল রুলি বেগমকে বলে তোমার স্বামীকে ১ মাসের মধ্যে বিদেশে পাঠাইয়া দিয়ে ভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিবো এইকথা বলে রুলি বেগমের যৌন কামনা চরিতার্থ করার জন্য বুকের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় রুলি বেগম ডাক চিৎকার চেচামেচি করিলে আশেপাশে লোকজন আগাইয়া আশা মাত্রই শিমুল ঘটনার স্থল থেকে পালিয়ে যায়।
পরে রুলি বেগম উক্ত ঘটনা লজ্জার ভয়ে তাৎক্ষণিক কাউকে না বলে। ২৮/০৯/২০২৩ তারিখে রুলি বেগম বিষয়টি ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুপম কে জানাইলে তিনি রুলি বেগমকে পরামর্শ দেয় শিমুল কে কৌশলে দাড়িদহ বাজার আনতে। রাত ১১ টায় রুলি বেগম মুঠা ফোন কথা বলে
শিমুলকে সুকৌশলে দাড়িদহ বাজার ডেকে নেয়। শিমুল দাড়িদহ বাজার আশা মাত্রই রুলি পুলিশকে খবর দেয়।ঘটনার স্থলে আসলে পুলিশ সবকিছু জেনেশুনে শিমুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি জানান, ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইনে মামলায় আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।