শেখ রাসেল স্টেডিয়াম শুভ উদ্বোধন মো:সিরাজুল
ইসলাম নীলফামারী প্রতিনিধি ,
নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন মীরগঞ্জ ইউনিয়ন শেখ রাসেল স্টেডিয়ামে শুভ উদ্বোধন উপলক্ষে আন্ত ইউনিয়ন প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়, উদ্বোধনী টুর্নামেন্টের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, যুবসমাজের অহংকার বারবার নির্বাচিত জনপ্রতিনিধি জলঢাকা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহেদ বাহাদুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম মোস্তফা সাবেক সংসদ সদস্য,
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুব হাসান নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুকুম আলী খান, চেয়ারম্যান মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ, বীরমুক্তিযোদ্ধা মীর এহসান চানু, সাবেক চেয়ারম্যান মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ, রবিউল আলম, সভাপতি জতীয় পাটি মীরগঞ্জ ইউনিয়ন, আবদুর রহিম, আই সি, মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র,। উক্ত উদ্বোধনী ম্যাচ খেলেন গুলমুন্ডা ইউনিয়ন vs কৈমারী ইউনিয়ন।খেলার মোট সময় 40 মিনিট অনুষ্ঠিত হয়।খেলায় পরস্পর কোনো দল গোল করতে না পাড়ায় দুই দলের পেলান্টিতে অনুষ্ঠিত হয় ।পেলান্টিতে গুলমুন্ডা ইউনিয়ন(4) কৈমারী ইউনিয়ন(3)গোল করে লাভ করেন গুলমুন্ডা ইউনিয়ন। খেলা আয়োজনে মীরগঞ্জ এম সি সি