কাকন সরকার শেরপুর:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুরে নানা অনুষ্ঠানমালার পাশাপাশি রক্ত সৈনিক বাংলাদেশ এর আয়োজনে ব্যতিক্রমী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এর হল রুমে ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্ণয় করেন। এছাড়া বেশ কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন রাজু জানায়, আমরা এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে শেরপুরের কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট একটি শাখা উদ্বোধন করেছি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করেছি। যাতে এখানকার শিক্ষার্থীরা আগামী দিনে মানবতার কাজে এগিয়ে আসতে পারে।
এ বিষয়ে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল আজম খান জানান, রক্ত সৈনিক বাংলাদেশের আজকের যে আয়োজন, তা খুবই প্রশংসার। রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে কে উদ্বুদ্ধ করা আগামী প্রজন্মের জন্য খুবই প্রয়োজন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণের এই দিনটির স্মরণীয় রাখতে তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।