কাকন সরকার শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত মাহবুব হোসেন হত্যা মামলার আসামি আওলাদুল ইসলাম আওলাদ চেয়ারম্যান কে গ্রেফতার করেছে পুলিশ। আওলাদ শেরপুর জেলার সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, আজ বিকেল ৪ টার দিকে আওলাদুল চেয়ারম্যানকে গাজীরখামার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করে র্যাব। তাকে আটকের পরে কয়েকশ এলাকাবাসী ঘটনাস্থলে এসে চার দিক থেকে র্যাবকে ঘিরে ফেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে উপস্থিত লোকজনের একটি অংশ আওলাদ হোসেনকে র্যাবের হাত থেকে ছিনিয়ে নিয়ে ইউপি কার্যালয়ের পেছনের দিক দিয়ে পালিয়ে যেতে সহায়তা করে।
উদ্ভূত পরিস্থিতিতে র্যাব ও জনতার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা দেখা দেয়। জননিরাপত্তা কথা বিবেচনা করে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে (আওলাদুল) ছেড়ে দেয়া হয়। পরে র্যাব ও পুলিশ তাকে গ্রেফতার করতে শারাশি অভিযানে শুরু করে। অভিযানের একপর্যায়ে সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে র্যাব-১৪ কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক বলেছেন, শুধু মাত্র পরিস্থিতির কারণে ওকে নিয়ে যেতে দেওয়া হয়েছিল। ওই মুহূর্তে বল প্রয়োগ করলে রক্ত ঝরতে পারত। পরবর্তীতে তাকে গ্রেপ্তারের অভিযান শুরু করা হয়েছিলো। ইতিমধ্যে সে গ্রেপ্তার হয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জোবায়েদ ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আওলাদুল কে আটক করা হয়েছে। কারা তাকে ছিনিয়ে নেয় তা জানার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply