কাকন সরকার শেরপুরঃ
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অভিযানের প্রেক্ষিতে শেরপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে মাঠে নেমেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ১৫ই মে সোমবার দুপুরে ওই অভিযান চালানো হয়। অভিযানে শেরপুর পৌর শহরের নারায়ণপুরে মারিয়া নার্সিং হোম ও বটতলায় নিরাপদ জেনারেল হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মারিয়া নার্সিং হোম ও নিরাপদ জেনারেল হাসপাতালে অভিযান চালালে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং অপরিচ্ছন্নতাসহ ডাক্তার-নার্স না থকার কারনে ওই দুইটি হাসপাতালকে বন্ধ করা হয়। এছাড়াও ওই প্রতিষ্ঠানগুলোর যাবতীয় কার্যক্রম বন্ধ ও ভর্তিকৃত রোগীদের জেলা হাসপাতাল অথবা অন্যত্র সরানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। অভিযানকালে হেলথ কেয়ার (প্রা:) হাসপাতাল, হাসিনা ডায়াগনস্টিক সেন্টার, মুন ডায়াগনস্টিক সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়নের জন্য ১৫ দিনেরে সময় বেধে দেয়া হয়।
সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, যারা কোন ধরনের নিয়মরীতি না মেনে ব্যবসা করছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এমন অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।