কাকন সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজুকৃত মামলার আসামি মিজানুর রহমান (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মিজানুর রহমান শেরপুর সদর উপজেলার খাসপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে এবং শেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
২৩ অক্টোবর মধ্যরাতে রাতে শেরপুর সদর থানাধীন খাসপাড়া এলাকা থেকে মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করে ১৪, সিপিসি-১, জামালপুর। র্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায় গত ৪ আগস্ট ২০২৪ খ্রি : শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এক গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলের উপর বিকাল অনুমান ৪ টার দিকে কতিপয় দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে সবুজ মিয়া (১৮) নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গত ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন।
আটক মিজানুর রহমানকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব।
Leave a Reply