সম্রাট হোসেন,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি নাইট্রেট পয়জনে মারা যাওয়া গরুর খামারীদের অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা এ অনুদানের টাকা প্রদান করেন। ১৮ জন খামারীকে, গরু প্রতি ৩৫০০/= টাকা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুন খান , প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০০ জন মটর শ্রমিকের মাঝে ২০০/= টাকা ও ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।