এস এম সোহান,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে শৈলকূপায় পৌর এলাকার সাতগাছি গ্রামের এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই খেলার যে দুইটি শক্তি শালী দল অংশ গ্রহণ করে,সাতগাছি পূর্বপাড়া একাদশ বনাম পশ্চিমপাড়া একাদশ। এই খেলায় ১১ জন করে মোট ২২ টি প্লেয়ার নিয়ে নিধারিত সময়ে খেলাটি শুরু হয় মৌবন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এই দুইটি দলের কোচ হিসাবে ছিলেন সাতগাছি পূর্বপাড়া একাদশ পক্ষে মোঃ নজরুল মন্ডল আর অপর দিকে পশ্চিমপাড়া একাদশ পক্ষে ছিল মোঃ বল্টু শেখ। এই খেলা আয়োজন করে মোঃ নজরুল মন্ডল।
তার বক্তব্যে বলেন, ফুটবল একটি দলগত খেলা। একটি বলকে লাথি মারার মাধ্যমে বিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলপোস্টে ঢুকানোর চেষ্টা করে। এটাই হলো আনন্দ। কিন্তু খেলার শেষ হার-জীত তো থাকে।০-২ গোলে জয় পেলো সাতগাছি পূর্বপাড়া একাদশ।
উক্ত খেলার আয়োজনে ছিলেন মোঃ নজরুল মন্ডল সহায়তায় ছিলেন মোঃ বল্টু শেখ,বিপ্লব ও শামিম। খেলার পরি দর্শক হিসেবে উপস্থিত থাকেন দৈনিক বিজয়ের বানী পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি এস এম সোহান আর DBC news এর মিল্টন বিশ্বাস সহ এলাকার সাধারন জনগন প্রমুখ ।