হাসান বদরুল - জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্হিত জাফলং পাথর কোয়ারী দীর্ঘ ৪ বছর থেকে বন্ধ। পাথর কোয়ারী বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন পাথর সংশ্লিষ্ট শ্রমিকরা।। পরিবেশবাদী সংগঠন বেলা'র হাইকোর্টে রিট ও জাফলং পাথর কোয়ারী কে পর্যটন ইকোনমিক জোন হিসেবে ঘোষণা করার পর থেকে বন্ধ রয়েছে সিলেটের সবচেয়ে বড় পাথর কোয়ারী জাফলং।। এরমধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন কয়েক দফা কোয়ারী সচল করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়েছে।। গত ৪ বছর থেকে পাথর কোয়ারী বন্ধ থাকার কারণে গোয়াইন ঘাট ও জৈন্তাপুর সহ পাশ্ববর্তী উপজেলা গুলোর প্রায় ২ লক্ষের মত শ্রমিক বেকার হয়ে পড়েছে। সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার স্মারকলিপি প্রদান করে ও কোন কাজের কাজ কিছু ই হয় নাই। এ অবস্থায় ১৩ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের সিলেট শ্রম অধিদপ্তরের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন
এসময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ, সহ সভাপতি লোদাই মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, কোষাধ্যক্ষ মোস্তাফা মিয়া।। জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক সংগঠনের সভাপতি সিরাজ মিয়া সাধারণ সম্পাদক ফুল মিয়া,, জাফলং ট্রাক শ্রমিক সংগঠনের সম্পাদক রহিম উদ্দিন, বৃহত্তর জাফলং হেমার শ্রমিক সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ।