গাজীপুর জেলা প্রতিনিধি:
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাওনা হাইওয়ে থানা গাজীপুর রিজিয়ান এ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকালে মাওনা উড়ালসেতুর দক্ষিণ পাশে”গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাওনা হাইওয়ে থানার পুলিশের উদ্যোগে র্যালী, লিফলেট বিতরন, টিশার্ট বিতরণ, মাইকিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন মোটর শ্রমিক ও মালিকদের অংশ গ্রহণে আলোচনা সভায় শ্রীপুর শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক এস এম হেলালের সঞ্চালনায় ও শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন,মাওনা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মাওনা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রমূখ।
এ সময় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কামাল হোসেন বলেন ২২শে অক্টোবর থেকে সপ্তাহব্যাপী পালন কর্মসূচীর অংশ হিসেবেই আমাদের এই প্রচারণা থাকবে।এ ছাড়াও তিনি মহাসড়কে চলাচলকৃত সকল যানবাহন চালকদেরকে ড্রাইভিং এবং গাড়ীর লাইসেন্স, নিষিদ্ধ যান চলাচলের উপর নিষেধাজ্ঞাসহ সবধরনের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।