শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিজয় দিবস পালিত
মাগুরা প্রতিনিধি।
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে বুধবার মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সকালে সাড়ে ৭টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ‘শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে’র পাদদেশ পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রীপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর থানা, উপজেলা আওয়ামী লীগ, শ্রীপুর প্রেস ক্লাব, বাংলাদেশ কংগ্রেস উপজেলা শাখা, উপজেলা মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, শ্রীপুর ক্রিকেট একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়া, শ্রমিক লীগের সভাপতি মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবীর হোসেন, ছাত্র লীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে দোয়া করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর ও থানার ইনচার্জ আলী আহমেদ মাসুদ। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দ এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
আঃ রশিদ, মাগুরা, ১৬.১২.২০