মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উপজেলায় শিববাড়ী বাজার থেকে প্রাইভেটকারে করে গরুচোর চক্রের সদস্য মজু মিয়া নামে এক ব্যাক্তিকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৪টি চোরাইকৃত গরু উদ্ধার করা হয়।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর রাতে সিন্দুরখান ইউপির জানাউড়া বাজারে সোহাগ মিয়ার ভূষিমালের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। মজু মিয়া শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিতিত্তে সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ গরুসহ চোর চক্রের সদস্য মজু মিয়াকে আটক করা হয়।
৪টি গরু কাদির মিয়ার জিম্মায় রয়েছে বলে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান।