মির্জা সাইদুল ইসলাম সাঈদ
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া দামিয়া এলাকার উজ্জ্বল (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে ৭ বছরের অবুঝ শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত উজ্জ্বল মিয়া ওই গ্রামের ফজলুল হক ওরফে ফজল মিয়ার ছেলে। সাত বছর বয়সী ওই অবুঝ শিশুটিকে এমন পাশবিক নির্যাতনে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ওই যুবককে অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি ওই এলাকাবাসীর ।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সোমবার দুপুরে প্রতিবেশী বখাটে যুবক উজ্জ্বল, শিশুটিকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যায়।বাড়িতে কোনো লোকজন না থাকায় শিশুটিকে সে জোরপূর্বক বলাৎকার করে। শিশুটির চিৎকারে এক প্রতিবেশী এগিয়ে আসলে উজ্জ্বল দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তাতে শিশুটির অবস্থার তেমন কোনো উন্নতি না হলে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
প্রাথমিক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে শিশুটির বাবা জানান, শিশুটির পায়ুপথে এক থেকে দেড় ইঞ্চি পরিমান মারাত্মক ক্ষত হওয়ায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।যার ফলে শিশু ছেলেটির পায়ুপথে মলত্যাগে ভীষণ অসুবিধা হচ্ছে। ডাক্তার বলেছে ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। ছেলের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি থাকায় এখনও আইনি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। হাসপাতাল থেকে ফিরেই প্রচলিত আইনে মামলা করা হবে।
জানতে চাইলে সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।