মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার,দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে আগামী১১নভেম্বর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সখিপুর উপজেলা হল রুমে বুধবার ৩ নভেম্বর বিকেলে, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সখিপুরের ৪টি ইউনিয়নে আগামী ১১ই নভেম্বরের নির্বাচনে সকল প্রার্থীদের করনীয় সম্পর্কে পরামর্শ ও "আইন শৃঙখলা নিয়ন্ত্রন"শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সখিপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, র্যাব ১২কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার ভূমি হামীম তাবাসসুম প্রভা, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভুঁইয়া এবং কাকড়াজান ইউনিয়ন নির্বাচন কর্মকর্তা মুনসুর আহমেদ প্রমুখ।
এ সময় অতিথিদের বক্তব্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্দেশনা ও পরামর্শ মূলক আলোচনা করেন।
উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা মোঃ আতাউল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী একজন ও সাধারণ সদস্য প্রার্থীদের থেকে একজন এবং সকল চেয়ারম্যান প্রার্থীগণ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আমি আপনাদের আস্বস্ত করতে চাই যে, ১১নভেম্বর নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসন থেকে যা প্রয়োজন তা অবশ্যই করা হবে, আমি এ জেলায় নতুন তাই আমি এ নির্বাচকে এ জেলায় দায়িত্ব পাওয়ার পর চ্যালেঞ্জ হিসেবে নিলাম এবং পুলিশ প্রশাসন অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষ দায়িত্ব পালন করবে।
মত বিনিময় সভার প্রধান অতিথি টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি নির্বাচন প্রসঙ্গে উদাহরণ টেনে বলেন টাঙ্গাইল পৌরসভায় গত কাল একটি ওয়ার্ডে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। অনুরূপভাবে আমরা সখিপুরে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাদের দুশ্চিন্তার কোন কারণ নেই। সকল প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য দায়িত্বশীল ভূমিকা রাখতে পরামর্শ দিয়েছেন।
নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় সখিপুর রিপোর্টার্স ইউনিটি ও সখিপুর প্রেসক্লাবের সংবাদিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।