স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে। এদিন সকালে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, শোক র্যালি, বঙ্গবন্ধুর গান প্রতিযোগিতা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা,দোয়া মাহফিল, কোরআন খতম, যুব ঋণ বিতরণ এবং পুরস্কার বিতরণের
মধ্যদিয় অনুষ্ঠানের বিকেলে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, অধ্যাপক মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধার বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে।
অপরদিকে সখিপুর উপজেলা আ.লীগ উপজেলার ১২১টি স্থানে গণভোজের আয়োজন করে। গণভোজে উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ গনভোজের সার্বিক সহযোগিতা করেন।