মির্জা সাইদুল ইসলাম (সাঈদ),স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুর নিজ বাড়ি থেকে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য মতে, নিহত আবদুস সামাদের ছেলে মাদকাসক্ত ওয়াহেদ আলী(৩০)কে সন্ধ্যায় বাড়িতেই দেখা গেছে। লাশ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে পূর্বেও সে নিজ চাচাত ভাইকে গলা কেটে হত্যা করে। কোনোনা কোনো কারণে ছেলেই হয়তো বাবাকে খুন করে পালিয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply