স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের বাড়িতে হয়েছে দুর্ধর্ষ চুরি। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া রাজাবাড়ি গ্রামে তার নিজ বাড়িতে ঘটেছে এই চুরির ঘটনা।
খোঁজ নিয়ে চেয়ারম্যানের পরিবার মাধ্যমে জানা যায়, প্রতিদিনের মতো চেয়ারম্যান ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। গভীর রাতে দরজার কাছে থাকা সাবল দিয়ে দুষ্কৃতিকারীরা ঘরের বেড়া কেটে দরজার খিল খুলে ঘরে ঢুকে নেশা জাতীয় কোনো স্প্রে করলে এতে চেয়ারম্যান এবং তার স্ত্রী গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। এসময় চোরেরা চেয়ারম্যানের ঘরে থাকা ১০ ভরি স্বর্ণের অলংকার ও নগদ ১১লাখ টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনার এলাকার মানুষ এখন আতঙ্কিত। এরই মধ্যে সখিপুর থানা পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পাঁচবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, এমন দুঃসাহসিক চুরির ঘটনা- সেও আবার আমারই ঘরে! জীবনে এটাই প্রথম ঘটলো। তিনি অতি দুঃখের সাথে গনমাধ্যম ও পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন তোলেন, আমার মত একজন জনপ্রতিনিধির বাড়িতেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে এলাকার সাধারণ মানুষ গুলোর নিরাপত্তা কোথায়? কে দেবে?
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অবশ্যই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।
২৮.০৮.২২