মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার,দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও ধর্মীয় সম্প্রীতি সুরক্ষিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে টাঙ্গাইলের সখিপুরে ৪২টি পূজামণ্ডপে আইন শৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সার্বিক পরিস্থিতির বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে সাইদুল হক ভূঁইয়া জানান, দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণ করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে সার্বিক নিরাপত্তা রক্ষা করা শুধু মাত্র আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অত্যন্ত কঠিন। যার যার অবস্থান থেকে সামগ্রিক ভাবে এ কাজে সবাইকে অংশগ্রহণ করতে হবে। সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতায় সখিপুরে এবার শান্তিপূর্ণ, নিরাপদ, উৎসবমুখ পরিবেশের মধ্য দিয়েই এবারের দূর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশা করেন।
সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন,দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ,আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যরা ইতিমধ্যে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় টহল শুরু করেছে। মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে প্রশাসন নিরলস ভাবে কাজ করছে।