স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা এলাকায় সরকারি খাস জমির মাটি ভেকু নামক মাটি খেকু যন্ত্রদিয়ে অবাধে পাপাড় কাটার অপরাধে মোঃ বিল্লাল হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়। বিল্লাল হোসেন সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতেশ্বরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় সখিপুর উপজেলা প্রসাশন সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে খননযন্ত্র ব্যবহারকারী মোঃ বিল্লাল হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন এই ধরনের অপরাধ কোনো ভাবেই বরদাস্ত করা হবে না,অভিযান অব্যহত থাকবে।