স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধের সূতিকাগার খ্যাত টাংগাইলের সখিপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দূল হামিদ খান নয়া মুন্সীর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২০মে শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে সখিপুর উপজেলা উপজেলা হল রুমে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।
স্মরণসভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক) বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, এম.ও.গণি, আ: হালিম সরকার লাল,অধ্যক্ষ সাইদ আজাদ,সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল,আশিক জাহাঙ্গীর প্রমুখ।
স্মরণ সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান নয়া মুন্সির স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক, একজন শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধা। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি ছিলেন প্রতিষ্ঠিত সখিপুর গড়ার স্বপ্নদ্রষ্টা। তিনি বাজার বণিক সমিতি প্রতিষ্ঠা করে গেছেন। এছাড়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন মুক্তিযুদ্ধাদের খাবার সহ সার্বিক সহযোগিতায় অন্যতম ব্যক্তিত্ব। সেই সময় তিনি এমন সাহসীকতার সহিত পাশে না থাকলে আমার মনে হয় মুক্তিযুদ্ধাদের টিকে থাকাই কঠিন হয়ে যেতো। আমি দুহাত তুলে প্রার্থনা করি মহান আল্লাহ তায়ালা যেন নয়া মুন্সী কে বেহেস্ত নসিব করেন।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় উপস্থিত সকল বক্তাই এক বাক্যে উচ্চারণ করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান (নয়া মুন্সী) একজন ভালো মানুষ ছিলেন। সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply