স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে মাদকদ্রব্যে অবাধ ও অপব্যবহার রোধে সমন্বিত প্রচেষ্টা এবং পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক নির্দেশনা এবং সখিমপুর উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় কর্মশালাটি সম্পন্ন করা হয়েছে।
সখিপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তৃতা করেন সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখিপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক, সখিপুর থানার অফিসার ইনচার্জ মো.রেজাউল করিম এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোকপাত করেন বাংলা সাহিত্যের "আদিমাতা" চর্যাপদ গবেষক- প্রফেসর আলীম মাহমুদ।
বিশেষ এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যম কর্মী সহ সখিপুর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সচেতন নাগরিক সহ নানা শ্রেণি পেশার মানুষ।
২৯.০৮.২২