মির্জা সাইদুল ইসলাম সাঈদ
স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে মাদ্রাসার সুপারের নেতৃত্বে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠণের প্রতিবাদে মানব করেছে এলাকাবাসী। রবিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসার কমিটি গঠণে অনিয়মের অভিযোগ এনে খুইংগারচালা বাজার এলাকায় এ মানব বন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় জনগন।
মানববন্ধনে বক্তারা বলেন-ওই মাদ্রাসার সভাপতি গোলাম কিবরিয়া বাদল ও মাদ্রাসার সুপার আকবর হোসেন মিলে এ পর্যন্ত ৩/৪ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন এবং ওই শিক্ষকদের নিকট থেকে ১৫/২০ লক্ষ টাকা উৎকোচ নিয়ে সেই টাকা ২জনে আত্মসাৎ করেছেন। বর্তমানে আরো ৩/৪ জন কর্মচারী নিয়োগ পক্রিয়াধীন থাকায় প্রতিটি পদের বিপরীতে ৩/৪ জনের নিকট থেকে আরো ২০/২৫ লাখ টাকা ঘুষ নিয়ে সে টাকাও আত্মসাৎ করার মতো অসৎ উদ্দেশ্যে সুপরিকল্পিত ভাবে নিয়মবহির্ভূত এই ম্যানেজিং কমিটি গঠন করেছেন বলেও উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত একাধিক বক্তা উল্লেখ করেন, তিনি আর সভাপতি হতে না পারলে সকলের টাকা ফেরত দিতে হবে এজন্য তিনি সুপার আকবর হোসেনের সাথে অর্থের বিনিময়ে সমন্বয় করে রাতের আধারে নিজে সভাপতি বহাল থেকে কমিটি গঠন করেছেন। যে বিষয়টি ওই মাদ্রাসার একাধিক শিক্ষক,অবিভাবক সদস্য,কোনো দাতা সদস্য কিংবা এলাকাবাসী কেউ অবগত নন।
মানববন্ধন ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে,বক্তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আগামী ৭২ ঘন্টার মধ্যে নিয়ম বহিঃভূত ভাবে গঠিত এ ম্যানেজিং কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিক ও সর্বসম্মত ভাবে পরবর্তীতে সুন্দর একটি কমিটি গঠণের জোর দাবী জানান।
মাদ্রাসার একাধিক শিক্ষক জানায়, সভাপতি মো. গোলাম কিবরিয়া বাদল দীর্ঘদিন যাবত এ মাদ্রাসার পরিচালনা পর্ষদ নিয়ে এ যাবত তেমন কোনো মিটিং করেন নাই। মিটিংয়ের প্রয়োজন হলেও তিনি সখিপুরে উনার বাসায় ডেকে নিয়ে সেখানে ঘরোয়া মিটিং করেই সিদ্ধান্ত নেন। মানব বন্ধন চলাকালীন মাদ্রাসা সুপারকে মাদ্রাসায় উপস্থিত পাওয়া যায়নি। সুপারের অনুপস্থিতির কারণ জানতে চাইলে এবিষয় কেউ জানেন না বলে জানান ওই মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ।
এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া বাদল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই ম্যানেজিং কমিটি গঠণ করা হয়েছে, এই মানববন্ধন অহেতুক এবং উদ্দেশ্য প্রণোদিত।
স্থানীয় যুব নেতা মঞ্জুর মোর্শেদ এর সঞ্চালনায় মানববন্ধনে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মোকছেদ আলীর সন্তান আ. মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জমসের নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, খুংগারচালা বাজার বনিক সমিতির সভাপতি মো. তৈয়বর রহমান, মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য মো. আ. ছালাম, আবুল কালাম,মাদ্রাসার অফিস সহকারী ইসমাইল, স্থানীয় বাসিন্দা ডা. মো. সাইফুজ্জামান, রফিকুল ইসলাম ও স্থানীয় শ্রমিক নেতা মো. ইউনুস আলী প্রমুখ।