স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী বাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেন যুব সমন্বয় নামক একটি সংগঠন । শনিবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী এ ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। উপস্থিত এলাকাবাসীর ভাষ্য মতে সংগঠনটি দীর্ঘদিন যাবৎ নিরলস ও নিঃস্বার্থ ভাবে সমাজের বিভিন্ন রকম উন্নয়ন মূলক কাজ করে আসছে।
আত্মনির্ভরতা নিয়ে গঠিত আজকের এই সংগঠনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, বোয়ালী বাজার বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি ও বি এল এস চাষী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সেলিম মাহমুদ।
এ সময় অন্যদের মধ্যে সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, বোয়ালী বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম হায়দার, বি এল এস উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আব্বাস আলী, সমাজসেবক হায়দার আলী, বণিক সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন সহ বাজার বনিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগঠনের আমির মুফতি ইমরান হোসাইন, উদিয়মান কবি শাহাদত আজিজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমন্বয় সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
সৌদি প্রবাসী জীবন পারভেজের পৃষ্ঠপোষকতায় এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় দুই শতাধিক দুস্থ,অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন সখিপুরের সর্বজন শ্রদ্ধেয়,আলোকিত মানুষ-সার্জারী বিশেষজ্ঞ ডাঃ ডি আই রেজাউল করিম,ঢাকার আর্মড ফোর্স হাসপাতালের মেডিকেল অফিসার ও ডাঃডি আই রেজাউল করিমের কন্যা ডাঃ রেজওয়ানা ফেরদৌস চাঁদনী(গাইনী এন্ড অবস)।
সংগঠনের সভাপতি সজল আহমেদ বলেন, বোয়ালী যুব সমন্বয়ের উদ্যোগে ইতি পূর্বেও অজস্র সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজে অংশ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় মানুষকে আর্থিক অনুদান, ঈদ বস্ত্র বিতরণ, অসহায় বিধবা মানুষের পাশে দাড়ানো, শিক্ষা সামগ্রী বিতরণ এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেয়া