মির্জা সাইদুল ইসলাম সাঈদ
স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের সংরক্ষিত বন এলাকায় গড়ে উঠা ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বনবিভাগ। বুধবার (২৪ নভেম্বর) দিনব্যাপী বহেড়াতৈল রেঞ্জের আওতাধীন বিভিন্ন বিট এলাকায় অভিযান চালিয়ে ওইসব অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আনাচে কানাচে সংরক্ষিত বন এলাকায় অসংখ্য লাইসেন্সবিহীন করাতকল গড়ে উঠেছে। সংরক্ষিত বন এলাকায় প্রভাবশালীরা প্রায় দেড় শতাধিক অবৈধ করাতকল স্থাপন করে বনের গাছ নিধন করে আসছে। একদিকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে অন্যদিকের অবৈধ করাতকল বন্ধ করে যন্ত্রাংশ সরিয়ে ফেলে সটকে পড়ে করাতকল মালিকরা।
বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ জানান, টাঙ্গাইল বন বিভাগের সহকারি বন সংরক্ষক কর্মকর্তা জামাল হোসেন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ টিম বুধবার দিনভর বহেড়াতৈল রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় বড়চওনা,ছাতিয়া বাজার, আইলসারবাইদ, তৈলধারা,বাঘেরবাড়ি, হামিদপুর,মহানন্দপুর, গড়বাড়ি,দিঘীর চালা,সাপিয়া চালা, সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। বহেড়াতৈল রেঞ্জের কচুয়া,
ডিবিগজারিয়া(কৈয়ামধু),বীট এলাকার জিনের বাজার,আবাদী বাজার,আকন্দপাড়া বাজার,
এছাড়াওএমএমচালা(আন্দি),কাকড়াজান
(মরিচা)সদর বিটের সকল কর্মকর্তা/কর্মচারীরা উচ্ছেদ অভিযানে বিশেষ টিমকে সর্বিক সহায়তা করেন।
টাঙ্গাইল বনবিভাগের সহকারি বন সংরক্ষক কর্মকর্তা মো. জামাল হোসেন তালুকদার জানান, সংরক্ষিত বন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা করাতকল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।