স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে গত কয়েক দিন যাবত বিশেষ অভিযানে পরিচালনা করছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট (বুধবার) দুপুর ১২টায় সখিপুরে দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আড্ডরত অবস্থায় ১৩ জন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জানাযায় এসব ছাত্র ছাত্রীরা রোজ ক্লাস ফাঁকি দিয়ে ড্রেস পরিহিত অবস্থায় রেস্টুরেন্টে আড্ডা দিয়ে থাকে।
জানতে চাইলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সখিপুর থানার উপ পরিদর্শক (এসআই) নিরস্ত্র মোঃ মনিরুজ্জামান বলেন, আটককৃত শিক্ষার্থীদের থানায় এনে তাদের প্রাথমিক ভাবে সতর্ক করে দেয়া হচ্ছে। এরপর অভিভাবকদের ডেকে অবগত করণ পূর্বক তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ইভ টিজিং, কিশোর অপরাধ, বখাটের দৌরাত্ম্য প্রতিরোধে পুলিশের এই অভিযান নিয়মিত চলবে। কোনো ছাত্র সময় ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্ট কিংবা কোনো জায়গায় অপ্রয়োজনীয় আড্ডা দিলে এরপর আর কোনো ছার হবে না। আপাতত অভিভাবকদের থেকে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হলেও ভবিষ্যতে এই ধরনের অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য:-এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সখিপুর উপজেলার সর্বস্তরের মানুষ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাহত অভিভাবকরাও অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবক এই অভিযান অব্যাহত রাখাতে অনুরোধ জানিয়েছেন। দৈনিক বিজয়ের বাণী পত্রিকার প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় অসহায় অভিভাবকরা সখিপুর থানা পুলিশ তথা ওসি মো. রেজাউল করিমকে অভিনন্দন জানিয়েছেন