স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরে স্বামীকে চিঠি লিখে বিছানায় রেখে আড়াই লাখ টাকা ও গহনা নিয়ে স্ত্রী আশা আক্তার পালিয়েছে বলে দাবী করেছে আশার স্বামী আল-আমীন। আল-আমীন সখিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। ভূক্তভোগী আল-আমীনের সখিপুর বাজার সংলগ্ন রেনাজ সিনেমা হলের অভিমুখে একটি ফেক্সিলোড ও মোবাইল সার্ভিসিং এর দোকান রয়েছে।
জানতে চাইলে আল-আমীন বলেন পরিবারের অমতেই হয়েছিলো তাদের ভালোবাসার বিয়ে। আর সে কারনেই পৌরসভার ৫নং ওয়ার্ডের জামতলা মাদ্রাসার সাথে বাসা ভাড়া নিয়ে থাকেন দু'জন। নতুন সংসার গোছানোর পরিকল্পনা নিয়ে পনের দিন আগে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়।বর্তমানে স্ত্রী আশা চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় সময় পেলেই বাসায় এসে খোঁজ খবর নিতেন বলেও জানান আল-আমীন।
তিনি আরও বলেন সরল বিশ্বাসে নিজের ব্যবসার যাবতীয় টাকা পয়সা সব সময় স্ত্রীর কাছেই গচ্ছিত রাখতেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় আল-আমীন প্রতিদিনের মতো বাসায় ফিরে দেখতেপান স্ত্রী আশা বাসায় নেই। নিজের বাসা সহ আশ-পাশের বাসায় খুঁজ নিয়ে স্ত্রীকে না পেয়ে বাসায় এসে দেখতেপান বিছানায় একটি চিঠি পরে আছে। চিঠিতে লেখা রয়েছে স্ত্রী আশা তাকে ছেড়ে চলে গেছেন। সে আর কখনো ফিরে আসবে না। আল-আমীন চিঠি খানা পড়ে নিশ্চিত হন স্ত্রী আশা তার সঙ্গে প্রতারণা করেছে। তার কাছে গচ্ছিত রাখা আড়াই লাখ টাকা ও গহনা নিয়ে পালিয়েছে সে।আল-আমীন পরিচিত সব জায়গায় খোঁজ খবর নিয়েছেন কিন্তু স্ত্রী আশা'র কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানান।
আশা আক্তার পৌরসভার ৫নং ওয়ার্ডের নালারচালা এলাকার আমীর হামজার মেয়ে। আল আমীন আশা আক্তার এর ৫ম স্বামী বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সখিপুর থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি বলেও উল্লেখ করেন ভুক্তভোগী আল-আমিন।